• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ

নাটোরে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২৩

নাটোর প্রতিনিধি:

নাটোরে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তেরর আয়োজনে মঙ্গলবার দিনভর শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়াম এ সমাবেশ অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামিউল আমিনের সভাপত্বিতে এতেপ্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু নাছের ভুইঞা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার তারিকুল ইসলাম, সরকারি বালক উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকগণ এবং মুখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন, মাদক দ্রব্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মাদ লুৎফর রহমান প্রমূখ।

এসময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য দেন এবং সকলকে মাদক বিরোধী আন্দোলনে এক সাথে যুক্ত হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন. বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে মাদককে পরাজিত করতেই হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনাই যিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং ২০৪১ সালের মাঝে ধুমপানমুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছেন। পরে শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুইঞা।

এসময় বক্তারা আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্রুততম পরিকল্পনা কমিশন গঠন করেন। এর পর ২০০৩-২০০৯ বাংলাদেশে কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। যা সংবিধানের ১৫ (খ) অনুচ্ছেদ-এর স্পষ্ট লঙ্ঘন। এই সময়ের মধ্যে ছিল বিশ্বব্যাংকের চাপিয়ে দেওয়া দুটি দারিদ্র্য নিরসন কৌশলপত্র। এসব কৌশলপত্রে প্রবৃদ্ধির কোনো হার নির্দিষ্ট ছিল না। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে আসে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads